সরকারি বঙ্গবন্ধু কলেজ, পল্লবী, ঢাকা GOVT. BANGABANDHU COLLEGE, DHAKA EIIN-108211, NU Code-6485, 01309108211,
Wellcome to National Portal

সর্ব-শেষ হাল-নাগাদ: 27 Oct, 2024

অধ্যক্ষের কথা


প্রকাশন তারিখ : 27 Oct, 2024

অধ্যক্ষের কথা

অধ্যক্ষের কথা

 

আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর নতুন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। এ দৃঢ় প্রত্যয়ে সরকারি বঙ্গবন্ধু কলেজ কর্তৃক একাডেমিক ক্যালেন্ডার ও পাঠ পরিকল্পনা প্রনয়ণ করা হয়েছে যা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকমন্ডলী সকলের কাঙ্খিত একটি প্রয়াস।
 

বিগত বছরগুলোর মত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সকরারি বঙ্গবন্ধু কলেজে  সহস্রাধিক  মেধাবী ও প্রাণোচ্ছল শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাঁদের পদচারণায় পুরো ক্যাম্পাস আজ মুখরিত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়-এর নির্দেশণা অনুযায়ী আধুনিক তথ্য প্রযুক্তিব্যবহার করে কলেজের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও সাবলীল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমরা ক্যাম্পাস ভিজিলেন্স টিম গঠনসহ আরও কিছু নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। এ ছাড়াও শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণ ও পঠন পাঠনে সহায়তার জন্য প্রত্যেক শিক্ষকের সংগে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে সংযুক্ত করে স্টাডি টিম বা শিখণ সহায়তা গ্রুপ গঠন করা হবে।


আমরা দৃঢ়ভাবে  বিশ্বাস করি, একাডেমিক ক্যালেন্ডার ও পাঠ পরিকল্পনা অণুসরণ করে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে তেমনিভাবে কলেজের শিক্ষার গুণগত মানও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কোমলমতি শিক্ষার্থীরা মানবিক মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে এ অভিপ্রায়ে  সকলের সহযোগীতা কামনা করছি।

 

 

 

প্রফেসর ড. রাহিলা হাশেম 
পরিচিতি নং-৮৪১৫
অধ্যক্ষ 
সরকারি বঙ্গবন্ধু কলেজ
পল্লবী, ঢাকা।